আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত পর্বে আমি আপনাদের Practice করার জন্য একটা
task দিয়েছিলাম, সেটা যাদের করতে সমস্যা হয়েছে তাদের জন্য আমি ঐ কাজটি করে
দিচ্ছি, আশা করি পরবর্তীতে আপনারা নিজেরাই করতে পারবেন। প্রথমেই নিচের
ছবির মত Insert > Table থেকে ১কলাম ও ৩রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করুন।

তারপর ২য় রো সিলেক্ট করে, Right Click করুন ও Split Cells এ ক্লিক করুন।

এখন নিচের ছবির মত Number of columns এর ঘরে value হিসেবে 2 দিন। ওকে করুন।

এবার আপনি এই টেবিলের ভিতর আপনার প্রয়োজনীয় Text গুলো লিখুন।

ছবিতে দেখুন এখনো কিন্তু চারপাশের black border দেখা যাচ্ছে। তাই আমাদের এই বর্ডারটা None করতে হবে। এই বর্ডার remove করার জন্য নিচের ছবির মত সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে right click করে Border and shading এ ক্লিক করুন।

এবার আপনাদের সামনে নতুন একটা উইন্ডো আসবে এখান থেকে None select করুন। Preview box এ দেখুন চারপাশের বর্ডার নেই। ওকে করুন।

এখন File > Print > Print Preview তে যান তাহলে দেখবেন নিচের মত দেখা যাবে।

আর এটা দেখে কেউ বলতে পারবেনা যে আপনি এই কাজটা টেবিল ব্যবহার করে করেছেন নাকি কলাম ব্যবহার করে। এই একই ধরনের কাজ কিন্তু আপনারা Text box দিয়েও তৈরি করতে পারবেন। কি- নিজের বুদ্ধি দিয়ে তৈরি করতে পারবেন তো? আশা করি অবশ্যই পারবেন। কারণ আগেই বলেছি যে Text box এমন একটা element যা আপনি Microsoft Word Document এর যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করার পর পূর্বে দেখানো নিয়মানুযায়ী Border None করে দিবেন তাহলেই হয়ে যাবে।
আসুন নতুন ফাংশনএ যাই:
আজ আমরা ওয়ার্ড এর WordArt option টা দেখবো। এটা দ্বারা অনেক সুন্দর করে লেখা যায়। এখানে PreMade কিছু টেক্সট স্টাইল আছে যা আপনারা শুধুমাত্র সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এটা দ্বারা লেখায় বিভিন্ন ইফেক্ট দেয়া যায়। আমি আপনাদের এখানে কিভাবে লেখা শুরু করতে হয় এটা দেখাব আর বাকি অপশনগুলো নিজেরা চেষ্টা করে শিখে নিতে হবে।
প্রথমেই Insert > Wordart এ যান পছন্দমত একটি ডিজাইন এর উপর ক্লিক করুন।

আপনি যা লিখতে চান, সেটা পরের উইন্ডোতে লিখুন

ওকে করুন নিচের মত টেক্সট পাবেন।
তারপর নিচের ছবিতে দেখানো স্থানে Mouse নিন ও ছবিটি বড় করুন।

তাহলে নিচের মত পাবেন।

এবার উপরের ছবিতে দেখানো স্থানে, Yellow point এর উপর আপনার Mouse Pointer টি নিন ও নিচের দিকে Drag করুন। এরকম একটি ছবি দেখতে পাবেন।

এখন আপনি যদি এই লেখার রং পরিবর্তন করতে চান তাহলে লেখার উপর প্রথমে Double Click করুন। দেখবেন Format মেনু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার দেখুন নিচে ছবিতে প্রয়োজনীয় অপশন গুলো মার্ক করে দেখানো হয়েছে।

Shape Fill – এটা দ্বারা আপনারা লেখার রং পরিবর্তন করতে পারবেন। এছাড়াও দেখুন আরো অনেক অপশন আছে যেমন: Gradient, pattern, picture etc.
Shape Outline – এটা দ্বারা আপনারা লেখার চারপাশে যে বর্ডার বা Outline থাকে সেটা পরিবর্তন করতে পারবেন।
Change Shape – এটার মাধ্যমে লেখার বিভিন্ন শেপে পরিনত করতে পারবেন যেমন বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পিরামিড, ইত্যাদি।
Shadow Effects – এটার মাধ্যমে লেখায় বিভিন্ন ধরনের শেড বা ছায়া ইফেক্ট দেয়া যায়।
3-D Effects – এই ইফেক্টটা দিয়ে আপনি খুব সহজেই আপনার Text কে 3d বানিয়ে ফেলতে পারেন।
আপনারা যদি এই অপশন বা ইফেক্ট গুলোর সঠিকভাবে combination করতে পারেন, তাহলে আপনাদের আর ছোটখাট ইফেক্ট এর জন্য Photoshop বা Illustrator ব্যবহার করা লাগবে না, আপনারা ওয়ার্ড ব্যবহার করেই আপনাদের ছোটখাট ইফেক্ট এর কাজগুলো সেরে ফেলতে পারবেন।
ভাল থাকবেন। আগামী পর্ব পড়ার আমন্ত্রন থাকলো। আর একটি কথা, ভালভাবে যে কোন কিছু শিখতে চাইলে Practice এর কোন বিকল্প নাই।

তারপর ২য় রো সিলেক্ট করে, Right Click করুন ও Split Cells এ ক্লিক করুন।

এখন নিচের ছবির মত Number of columns এর ঘরে value হিসেবে 2 দিন। ওকে করুন।

এবার আপনি এই টেবিলের ভিতর আপনার প্রয়োজনীয় Text গুলো লিখুন।

ছবিতে দেখুন এখনো কিন্তু চারপাশের black border দেখা যাচ্ছে। তাই আমাদের এই বর্ডারটা None করতে হবে। এই বর্ডার remove করার জন্য নিচের ছবির মত সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে right click করে Border and shading এ ক্লিক করুন।

এবার আপনাদের সামনে নতুন একটা উইন্ডো আসবে এখান থেকে None select করুন। Preview box এ দেখুন চারপাশের বর্ডার নেই। ওকে করুন।

এখন File > Print > Print Preview তে যান তাহলে দেখবেন নিচের মত দেখা যাবে।

আর এটা দেখে কেউ বলতে পারবেনা যে আপনি এই কাজটা টেবিল ব্যবহার করে করেছেন নাকি কলাম ব্যবহার করে। এই একই ধরনের কাজ কিন্তু আপনারা Text box দিয়েও তৈরি করতে পারবেন। কি- নিজের বুদ্ধি দিয়ে তৈরি করতে পারবেন তো? আশা করি অবশ্যই পারবেন। কারণ আগেই বলেছি যে Text box এমন একটা element যা আপনি Microsoft Word Document এর যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করার পর পূর্বে দেখানো নিয়মানুযায়ী Border None করে দিবেন তাহলেই হয়ে যাবে।
আসুন নতুন ফাংশনএ যাই:
আজ আমরা ওয়ার্ড এর WordArt option টা দেখবো। এটা দ্বারা অনেক সুন্দর করে লেখা যায়। এখানে PreMade কিছু টেক্সট স্টাইল আছে যা আপনারা শুধুমাত্র সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন। এটা দ্বারা লেখায় বিভিন্ন ইফেক্ট দেয়া যায়। আমি আপনাদের এখানে কিভাবে লেখা শুরু করতে হয় এটা দেখাব আর বাকি অপশনগুলো নিজেরা চেষ্টা করে শিখে নিতে হবে।
প্রথমেই Insert > Wordart এ যান পছন্দমত একটি ডিজাইন এর উপর ক্লিক করুন।

আপনি যা লিখতে চান, সেটা পরের উইন্ডোতে লিখুন

ওকে করুন নিচের মত টেক্সট পাবেন।
তারপর নিচের ছবিতে দেখানো স্থানে Mouse নিন ও ছবিটি বড় করুন।

তাহলে নিচের মত পাবেন।

এবার উপরের ছবিতে দেখানো স্থানে, Yellow point এর উপর আপনার Mouse Pointer টি নিন ও নিচের দিকে Drag করুন। এরকম একটি ছবি দেখতে পাবেন।

এখন আপনি যদি এই লেখার রং পরিবর্তন করতে চান তাহলে লেখার উপর প্রথমে Double Click করুন। দেখবেন Format মেনু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার দেখুন নিচে ছবিতে প্রয়োজনীয় অপশন গুলো মার্ক করে দেখানো হয়েছে।

Shape Fill – এটা দ্বারা আপনারা লেখার রং পরিবর্তন করতে পারবেন। এছাড়াও দেখুন আরো অনেক অপশন আছে যেমন: Gradient, pattern, picture etc.
Shape Outline – এটা দ্বারা আপনারা লেখার চারপাশে যে বর্ডার বা Outline থাকে সেটা পরিবর্তন করতে পারবেন।
Change Shape – এটার মাধ্যমে লেখার বিভিন্ন শেপে পরিনত করতে পারবেন যেমন বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পিরামিড, ইত্যাদি।
Shadow Effects – এটার মাধ্যমে লেখায় বিভিন্ন ধরনের শেড বা ছায়া ইফেক্ট দেয়া যায়।
3-D Effects – এই ইফেক্টটা দিয়ে আপনি খুব সহজেই আপনার Text কে 3d বানিয়ে ফেলতে পারেন।
আপনারা যদি এই অপশন বা ইফেক্ট গুলোর সঠিকভাবে combination করতে পারেন, তাহলে আপনাদের আর ছোটখাট ইফেক্ট এর জন্য Photoshop বা Illustrator ব্যবহার করা লাগবে না, আপনারা ওয়ার্ড ব্যবহার করেই আপনাদের ছোটখাট ইফেক্ট এর কাজগুলো সেরে ফেলতে পারবেন।
ভাল থাকবেন। আগামী পর্ব পড়ার আমন্ত্রন থাকলো। আর একটি কথা, ভালভাবে যে কোন কিছু শিখতে চাইলে Practice এর কোন বিকল্প নাই।
No comments:
Post a Comment