গত পর্বে কিভাবে আমরা দেখেছিলাম কিভাবে WordPress setup দিয়ে Admin panel এ
ঢুকতে হয়। আজ আমরা দেখবো কিভাবে WordPress নতুন পোস্ট লেখা যায়। এটা খুবই
সোজা যদি আপনি Microsoft Word পারেন। আর Microsoft word না জানলে ডানপাশের
Sidebar এ ক্লিক করে Free Microsoft Word শেখা শুরু করতে পারেন। প্রথমেই
WordPress এর Admin panel এ Username ও Password দিয়ে প্রবেশ করুন। প্রবেশ
করলেই আপনারা Dashboard দেখতে পাবেন। এবার বাম পাশ থেকে POSTS এ ক্লিক
করুন, তাহলে নিচের মত ৪টি অপশন দেখতে পাবেন।

এবার এখান থেকে ADD NEW তে ক্লিক করুন

তাহলে নিচের মত উইন্ডো আসবে, এটিতে দেখুন অনেকগুলো পার্ট করা আছে। আর প্রত্যেকটি অংশে কি করতে হবে তা স্পষ্ট ভাষায় বলা আছে।

উপরের ছবিতে যে B I লেখা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ডপ্রেসে লেখালেখি করার জন্য একটি এডিটর এবং এতে বিভিন্ন টুলস আছে। গোল করে মার্ক করা অংশে ক্লিক করুন। নিচের ছবির মত অনেক টুলস দেখতে পাবেন

তারপর Title দিন ও ফাকা যে সাদা অংশ ছিল সেখানে আপনি যা লিখতে চান লেখেন

তারপর আগে আমরা যে টুলস গুলো দেখেছিলাম ওগুলো ব্যবহার করে আপনারা লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, প্যারাগ্রাফ এ্যালাইন ইত্যাদি কাজকর্ম করতে পারেন

নিচের ছবিতে দেখুন আমি কিছু লেখা Bold করেছি ও পুরো প্যারা Justify Align করে দিয়েছি। তারপর Upload/Insert এ ক্লিক করুন লেখার ভিতরে ছবি দেয়ার জন্য

যে উইন্ডো আসবে Select files click করুন, তারপর আপনার PC থেকে যে কোন একটি ছবি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এমন দেখতে পাবেন। Insert into Post লেখায় ক্লিক করুন।

নিচের ছবির মত লেখার ভিতরে ছবি চলে আসবে।

এবার ডানপাশে Categories লেখা স্থানে যান। ছবিতে মার্ক করা অংশে আপনি নতুন ক্যাটাগরি ফাকা ঘরে লিখে Add new category তে ক্লিক করুন। নতুন ক্যাটাগরি Add হয়ে যাবে।

তারপর যদি Tag দিতে চান তাহলে একই ভাবে ফাকা ঘরে Tag লিখুন কমা দিয়ে, তারপর Add এ ক্লিক করুন।

আর যদি Post এ কোন Thumbnail picture add করতে চান তাহলে Set featured Image এ ক্লিক করুন এমন আসবে। Select files এ ক্লিক করুন।

তারপর কম্পিউটার থেকে একটি ছবি সিলেক্ট করুন ও Open এ ক্লিক করুন

কিছুক্ষণের ভিতর ছবিটি আপলোড হয়ে যাবে তারপর Use as featured image এ ক্লিক করুন, তারপর এই উইন্ডো close করুন

এবার সবশেয়ে Publish এ ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত View Post Link দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

এতক্ষন আমরা যে পোস্টটি লিখলাম সেটি কেমন ভাবে Publish হয়েছে তা দেখাবে

ভাল থাকুন সবাই, আজ এ পর্যন্ত।

এবার এখান থেকে ADD NEW তে ক্লিক করুন

তাহলে নিচের মত উইন্ডো আসবে, এটিতে দেখুন অনেকগুলো পার্ট করা আছে। আর প্রত্যেকটি অংশে কি করতে হবে তা স্পষ্ট ভাষায় বলা আছে।

উপরের ছবিতে যে B I লেখা যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ডপ্রেসে লেখালেখি করার জন্য একটি এডিটর এবং এতে বিভিন্ন টুলস আছে। গোল করে মার্ক করা অংশে ক্লিক করুন। নিচের ছবির মত অনেক টুলস দেখতে পাবেন

তারপর Title দিন ও ফাকা যে সাদা অংশ ছিল সেখানে আপনি যা লিখতে চান লেখেন

তারপর আগে আমরা যে টুলস গুলো দেখেছিলাম ওগুলো ব্যবহার করে আপনারা লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, প্যারাগ্রাফ এ্যালাইন ইত্যাদি কাজকর্ম করতে পারেন

নিচের ছবিতে দেখুন আমি কিছু লেখা Bold করেছি ও পুরো প্যারা Justify Align করে দিয়েছি। তারপর Upload/Insert এ ক্লিক করুন লেখার ভিতরে ছবি দেয়ার জন্য

যে উইন্ডো আসবে Select files click করুন, তারপর আপনার PC থেকে যে কোন একটি ছবি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন ছবিটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এমন দেখতে পাবেন। Insert into Post লেখায় ক্লিক করুন।

নিচের ছবির মত লেখার ভিতরে ছবি চলে আসবে।

এবার ডানপাশে Categories লেখা স্থানে যান। ছবিতে মার্ক করা অংশে আপনি নতুন ক্যাটাগরি ফাকা ঘরে লিখে Add new category তে ক্লিক করুন। নতুন ক্যাটাগরি Add হয়ে যাবে।

তারপর যদি Tag দিতে চান তাহলে একই ভাবে ফাকা ঘরে Tag লিখুন কমা দিয়ে, তারপর Add এ ক্লিক করুন।

আর যদি Post এ কোন Thumbnail picture add করতে চান তাহলে Set featured Image এ ক্লিক করুন এমন আসবে। Select files এ ক্লিক করুন।

তারপর কম্পিউটার থেকে একটি ছবি সিলেক্ট করুন ও Open এ ক্লিক করুন

কিছুক্ষণের ভিতর ছবিটি আপলোড হয়ে যাবে তারপর Use as featured image এ ক্লিক করুন, তারপর এই উইন্ডো close করুন

এবার সবশেয়ে Publish এ ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত View Post Link দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

এতক্ষন আমরা যে পোস্টটি লিখলাম সেটি কেমন ভাবে Publish হয়েছে তা দেখাবে

ভাল থাকুন সবাই, আজ এ পর্যন্ত।
No comments:
Post a Comment