সহজে ব্যবহার করা যায়:
- ওয়ার্ডপ্রেসে কিছু amazing user-friendly administration Interface যেগুলোকে GUI বলতে পারি। এর Interface গুলো মাইক্রোসফট ওয়ার্ড এর মতই সহজ।
- Rich text editing: ওয়ার্ডপ্রেস জনপ্রিয় TinyMCE editor ব্যবহার করে, এর মাধ্যমে আপনি একই সাথে Visual ও HTML দুই ধরনের View ই পাবেন।
- Media uploads and embeds: এর সাথে builtin মিডিয় আপলোডার দেয়া আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের মিডিয়া আপলোড করতে পারবেন তারপর আপনি এসব মিডিয়ায় title, alt text ইত্যাদি খুব সহজে যোগ করতে পারবেন। এছাড়াও ওয়ার্ডপ্রেস নিজে থেকে Thumbnail generate করে, ছবি বাম, ডান, মাঝে automatically align করতে পারে।
- Menu Management: ওয়ার্ডপ্রেস আপনি Navigation বা মেনু খুব সহজেই যোগ করতে পারেন যেমন সহজ ওয়ার্ডপ্রেস এর সাইডবার যোগ করা।
খুব সহজে নতুন নতুন অপশন যোগ করা যায়:
- যে কোন সময় আপনারা wordpress.org/extend এই url ভিজিট করে এখান থেকে আপনারা মনের মতো থিম ডাউনলোড করতে পারেন ও বিভিন্ন ধরনের Plugin setup দেয়ার মাধ্যমে আপনার সাইটে Additional functionality যোগ করতে পারেন।
- আপনারা খুব সহজেই আপনার সাইটে new theme যোগ করার মাধ্যমে আপনার সাইটের Look পরিবর্তন করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ভাল ভাল থিম ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
- ওয়ার্ডপ্রেসের widgets ব্যবহার করে আপনি খুব অল্প সময়েই আপনার ওয়েবসাইটের জন্য sidebar তৈরি করতে পারেন। Sidebarএ আপনারা Flickr photos, facebook comments, Twitter streams, navigation ও আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন। আর এ সব Plugin আপনারা Free use করতে পারবেন।
- ওয়ার্ডপ্রেসের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল এর Plugin এগুলো ব্যবহার করে আপনারা নতুন ফাংশন যোগ করতে পারবেন, Widget যোগ করতে পারবেন। আর এই pluginগুলো ব্যবহার করা খুব সহজ, কিছু কিছু প্লাগিন আপনি Interface এর মাধ্যমে control করতে পারবেন আবার কিছু plugin হয়তো code ব্যবহার করে use করতে হবে।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করার সুবিধা:
ওয়ার্ডপ্রেস ব্যবহার করার মাধ্যমে আপনার
ওয়েবসাইটের URL structure ভাল হবে যেমন Clean URLs, canonical URLs,
microformats, categories and tags। তারপর আপনার ওয়েবসাইটের Theme files
গুলো সুন্দর ভাবে organized করা থাকবে। এসম্পর্কে গুগলের Matt Cutts বলেন,
Blogging এর জন্য ওয়ার্ডপ্রেস best platform এবং আপনি যদি ঠিক করেন যে আপনি
ওয়ার্ড প্রেস ব্যবহার করবেন তাহলে আপনি আপনার online presence এর ক্ষেত্রে
একধাপ এগিয়ে থাকলেন ।
আগের পর্বে কয়েকটা উদাহরণ দেখেছিলাম আজ আবার চলুন, ওয়ার্ডপ্রেসে তৈরি করা কয়েকটা সাইট দেখে নিই। এখানে অল্প কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে। আপনারা যদি আরো দেখতে চান তাহলে ভিজিট করুন WordPress Showcase .




আজ এ পর্যন্ত সবাই ভাল থাকবেন। সামনের পর্বে ওয়ার্ডপ্রেস কিভাবে Install করতে হয় তা নিয়ে আলোচনা করবো।
No comments:
Post a Comment